Marine catch halved as jellyfish invades Bay's fishing zones
BB sets loan recovery target for aspiring non-bank MDs
Metro travel time is increasing from tonight
মোঃ শামীম মিয়া, মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ জামালপুরের বিশেষ দায়রা জজ আদালতে আমৃত্যু কারাদণ্ড পলাতক আসামি রনিকে (২২) গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিকেলে মানিকগঞ্জের শিবালয় থানা পুলিশ গ্রেপ্তার করে। তিনি শিবালয় উপজেলার শিমুলিয়া গ্রামের শওকত আলীর ছেলে।
পুলিশ জানায়, গত ২০১১ সালে জামালপুর রেলওয়ে থানায় আসামি রনির বিরুদ্ধে হত্যা ও ডাকাতির মামলা হয়। এছাড়া ২০১২ সালে চট্টগ্রাম রেলওয়ে থানায় রনির বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের হয়। এসব মামলার প্রেক্ষিতে চলতি বছরের ৭ মার্চ জামালপুর বিশেষ দায়রা ও জজ আদালতের বিচারক মো. আবু তাহের আসামিদের অনুপস্থিতিতে রনিসহ পাঁচজনকে পেনাল কোড ৩০২/৩৪ ধারায় আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন।
শিবালয় থানার ওসি এ আর এম আল-মামুন জানান, হত্যা ও ডাকাতির অভিযোগে পাঁচ নম্বর আসামি রনি এতোদিন পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বিচারিত আদালত। এই পরোয়ানায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।