Dhaka, বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪

চাঁদ দেখা যায়নি, জমাদিউস সানি শুরু বুধবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩ ডিসেম্বর, ২০২৪, ০৮:৫৫ এএম
চাঁদ দেখা যায়নি, জমাদিউস সানি শুরু বুধবার

পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ বাংলাদেশের আকাশে কোথাও দেখা যায়নি। তাই বুধবার (৪ ডিসেম্বর) থেকে জমাদিউস সানি মাস গণনা শুরু হবে। সোমবার (২ ডিসেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশের আকাশে আজ কোথাও ১৪৪৬ হিজরির জমাদিউস সানি মাসের চাঁদ দেখা যায়নি। ফলে মঙ্গলবার (৩ ডিসেম্বর) জমাদিউল আউয়াল মাস ৩০ দিন পূর্ণ হবে এবং বুধবার থেকে পবিত্র জমাদিউস সানি মাস গণনা করা হবে।

এদিন সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার।

সভায় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের ওয়াকফ প্রশাসক (অতিরিক্ত সচিব) মো. ফখরুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মু. মাহমুদ উল্লাহ মারুফ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আব্দুর রহমান খান, বাংলাদেশ টেলিভিশনের অতিরিক্ত পরিচালক মো. রুহুল আমিন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুহাম্মদ মিজানুর রহমান, লালবাগ শাহী জামে মসজিদের সানী খতিব হাফেজ মাওলানা মুফতি আফফান মুহাম্মাদ ও চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান।

Leave a comment