অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শেখ হাসিনার গত ১৫ বছরের শাসনামলে দেশের শাসন কাঠামো সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। এখন আমরা পুনর্গঠনের কাজ করছি। আমাদের কাজ গণতন্ত্র, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং জনগণের আস্থা ফিরিয়ে আনা।
সোমবার জাপানভিত্তিক সংবাদমাধ্যম নিক্কেই এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা এ কথা বলেন। শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে ড. ইউনুস বলেন, ছাত্র ও জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ৫ আগস্ট হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান। এর আগে বিক্ষোভে শতাধিক বিক্ষোভকারীর মৃত্যু হয়।
President asks BERC to strengthen research, discover new energy sources
শেখ হাসিনা পালাবেন কেউ কল্পনাও করতে পারে নাই: সারজিস
Police are getting two Russian helicopters in July-August
তিনি বলেন, অক্টোবরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও তার বেশ কয়েকজন সহযোগীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তার বিরুদ্ধে চূড়ান্ত রায়ের পর আমরা আনুষ্ঠানিকভাবে হাসিনাকে হস্তান্তরের জন্য ভারতকে অনুরোধ করব। এ বিষয়ে উভয় দেশের স্বাক্ষরিত একটি আন্তর্জাতিক আইনের কথা উল্লেখ করে তিনি বলেন, ভারত এই আইন মানতে বাধ্য থাকবে।
প্রধান উপদেষ্টা বলেন, হাসিনা ভোটারবিহীন টানা তিনটি নির্বাচন করেছেন। তিনি নিজেকে এবং তার দলকে বিজয়ী ঘোষণা করেন। হাসিনা ফ্যাসিবাদী শাসক হিসেবে পরিচিত।
তিনি আরও বলেন, আমি রাজনীতিবিদ নই। রাজনীতি থেকে সব সময় দূরে থেকেছি। রাষ্ট্রের সকল মানুষ যারা নীতিকে সমুন্নত রাখে, নিয়ম-কানুন মেনে চলে এবং দুর্নীতিমুক্ত রাখে তাদের নির্বাচনে দাঁড়ানো উচিত।
নির্বাচনের সঠিক তারিখ সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি প্রধান উপদেষ্টা। তিনি বলেন, নির্বাচনের সময় নির্ভর করছে সংস্কার কাজের ওপর। কাজের ফলাফল সময় নির্ধারণ করবে। তিনি নিজেও নির্বাচনে অংশ নেবেন না।