Dhaka, বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪

সিরাজগঞ্জে বিস্ফোরক মামলায় সরকারি বিদ্যালয়ের শিক্ষক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪ ডিসেম্বর, ২০২৪, ০৩:৩৮ এএম
Bangla Today News

 

আমিরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি: 
সিরাজগঞ্জের কামারখন্দে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে উপর হামলা মামলায় সরকারি বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম (বকুল) গ্রেপ্তার হয়েছে। 

গ্রেপ্তারকৃত শিক্ষক উপজেলার জামতৈল ধোপাকান্দি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী শিক্ষক এবং তিনি ধোপাকান্দি গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। 

কামারখন্দ থানার (এএসআই) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে তাকে আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত থানায় রাখার পর মঙ্গলবার সকালে তাকে গত ২৬ আগস্ট কামারখন্দ থানায় বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
 

Leave a comment