ভারতের রাজনীতিবিদ শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ‘ভারতের পাতাকায় যারা পা দিয়েছে, শুধু খাবার না, তাদের আর কী কী বন্ধ করি আপনারা দেখুন। ওদের চিকিৎসাও বন্ধ করে দেব। দেশ আগে। মুখ্যমন্ত্রী দেশের মর্ম বোঝেন না বলে এই ধরণের কথা বলেন।’
বাংলাদেশে লাগাতার হিন্দু নিপীড়নের ঘটনায় প্রতিবেশী দেশকে হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘শুধু খাবার না, বাংলাদেশিদের সব বন্ধ করে দেব।’ এদিন তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রীর বাড়ির কেউ স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেননি। উনি কী বুঝবেন স্বাধীনতার মর্ম?’
টানা ৫ দিন ডাচ-বাংলা ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে
60 km till midnight. glimpse of the storm
Schoolgirls killed by Chattla Express train, blockade on the railway line
এদিন সাংবাদিকরা প্রশ্ন করেন, ‘সন্ন্যাসীদের পেট্রাপোল অভিযান নিয়ে মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেছেন, ওরা বাংলাদেশের খাবার বন্ধ করতে গেছে।’ জবাবে এই রাজনীতিবিদ বলেন, ‘ভারতের পাতাকায় যারা পা দিয়েছে, শুধু খাবার না, তাদের আর কী কী বন্ধ করি আপনারা দেখুন। ওদের চিকিৎসাও বন্ধ করে দেব। দেশ আগে। মুখ্যমন্ত্রী দেশের মর্ম বোঝেন না বলে এই ধরণের কথা বলেন।’ এর পরই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে শুভেন্দুবাবু বলেন, ‘আমার পরিবারের বিপিন অধিকারী স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে ৮ বছর জেলে ছিলেন। মুখ্যমন্ত্রীর পরিবারের কেউ স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেননি। আমার মা ৬০ সালে বরিসাল থেকে এখানে এসেছিলেন। আমি অত্যাচার জানি। মমতা বন্দ্যোপাধ্যায় কী করে স্বাধীনতার মর্ম বুঝবেন?’
তিনি বলেন, ‘বিধানসভা থেকে দিল্লির সরকারকে সনাতন বোর্ড তৈরির আবেদন জানানো উচিত। লভ জিহাদের বিরুদ্ধে, জনসংখ্যা নিয়ন্ত্রণ ও ধর্মান্তরণের বিরুদ্ধে বিল আনা উচিত।’
এর পরই দাবি করেন, ‘গোটা পৃথিবীতে NRC আছে, আমাদের দেশেও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটি পশ্চিমবঙ্গ থেকে আওয়াজ উঠবে, উই ওয়ান্ট NRC. NRC হলে রোহিঙ্গাগুলো থাকতে পারবে না। এটা হিন্দু - মুসলমানের বিষয় নয়। এটা ভারতীয়দের নিজস্ব বিষয়।’