মো. জাহিদুল হক চবি প্রতিনিধি
হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ২ সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ
সাবেক ৫ এমপি ও তাদের পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ভোটার হতে লাগবে পাঁচ ধরনের তথ্য
"নিভীকতায় পেরিয়ে আটাশ, ঊন্নত্রিশে চবিসাস" স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।
আগামীকাল শুক্রবার (৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদে এটি অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চবি উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার, বিশেষ অতিথি উপ- উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।
অনুষ্ঠানে 'বিপ্লব-পরবর্তী বাংলাদেশে গণমাধ্যমের যেমন সংস্কার চাই' শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন চবির যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মু. শহীদুল হক এবং 'বিপ্লব-পরবর্তী রাষ্ট্র সংস্কারে সাংবাদিকদের ভূমিকা' নিয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন একই বিভাগের সহযোগী অধ্যাপক খ. আলী আর রাজী।
অনুষ্ঠানে চবিসাস সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের সঞ্চালনায় সভাপতিত্ব করবেন চবিসাস সভাপতি মোহাম্মদ আজহার।