Dhaka, বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪

‘জাতীয় কবি' হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পাচ্ছেন কাজী নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭ ডিসেম্বর, ২০২৪, ১০:৩৭ এএম
Bangla Today News

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের "জাতীয় কবি" হিসেবে ভূষিত করে প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আতাউর রহমান জানান, সংবিধানে অন্তর্ভুক্ত করার প্রস্তাবটি অনুমোদন হয়নি। তিনি বলেন, "সংবিধান সংশোধন করতে হলে সংসদ লাগে। এখন তো সে অবস্থা নেই। যখন সংবিধান সংশোধনের বিষয়টি আসবে তখন এটি সেখানে অন্তর্ভুক্ত করার পদক্ষেপ নেওয়া হবে।"

Leave a comment