কাজী রায়হান তানভীর সৌরভ
খুলনা প্রতিনিধি।
ছাত্রলীগের সাবেক সভাপতি শোভনের নামে মোবাইল চুরির মামলা
গুলি ছুড়তে ছুড়তে পালালো শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ, গুলিবিদ্ধ ৪ জন
The temperature of Bangladesh today is higher than the Middle East
গতকাল সন্ধ্যা ছয়টায় খুলনা বিভাগের বৃহত্তর সাহিত্য সংগঠন খুলনা সাহিত্য একাডেমীর নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর,আলোচনা সভা ও দোয়া মাহফিল সংগঠনের সভাপতি অধ্যাপক শেখ আজিজুল ইসলাম টিপুর সভাপতিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নন্দিত সাহিত্য সংগঠক খান আখতার হোসেন। একাডেমির সাধারণ সম্পাদক মল্লিক জাহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কবি স.ম. হাফিজুল ইসলাম, কবি জুবায়ের হোসেন, ডা:বাবুল, কবি এফ.এম হারুন-অর-রশিদ,কবি কে, এম সেলিম, কবি সাইফুর মিনা,কবি ফরহাদ কাদের, কবি আব্দুস সাত্তার সাহারি, কবি এজি রানা, কবি কাওসারী জাহান মঞ্জু, অ্যাডভোকেট জিনারুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিবুর রহমান,সমন্বয়ক মো:নূর আলম,কবি রবি আহমেদ, রফিকুল হাসান মুন্না, মোহাম্মদ ফরিদ, শেখ হারুনুর রশিদ,সাবরুম সুলতানা প্রমুখ। পঠিত লেখার উপর সামগ্রিক আলোচনা করেন বেতার ব্যক্তিত্ব সাহিত্য সমালোচক অধ্যাপক শেখ আজিজুল ইসলাম টিপু। অনুষ্ঠানের শেষে খালিশপুর কোচিংয়ের শুভ উদ্বোধন উপলক্ষে বিশেষ মোনাজাত করা হয়।