বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, "ভালো মানুষ রাজনীতিতে না এলে কোনো সংস্কার করেই লাভ হবে না।" তরুণ সমাজকে রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, "বিশেষ করে তরুণদের বিজেপিতে যোগ দিতে হবে, কারণ তাদের হাতেই দেশের ভবিষ্যৎ।
সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা শেষে তিনি এসব কথা বলেন।
আরাকান আর্মির হেফাজতে থাকা ১৬ বাংলাদেশি জেলেকে ফেরত আনল বিজিবি
What DB Harun said after returning from Calcutta
অসামাজিক কাজের অভিযোগে ৩ তরুণ ও ৩ তরুণী আটক
আসন্ন জাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়ে পার্থ বলেন, "নির্বাচনকে কোনো দলের ক্ষমতায় আসার হাতিয়ার হিসেবে বিলম্বিত করা উচিত নয়। সাধারণ মানুষ আজ অসহনীয় পরিস্থিতির মধ্যে আছে। তাদের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ করা জরুরি।"
পার্থ অভিযোগ করেন, "আওয়ামী শাসনামলের দুর্নীতিবাজরা এখনও বিচারের আওতার বাইরে। সামিট গ্রুপের আজিজ খান বা এস আলমের মতো ব্যক্তিদের এখনও গ্রেফতার করা হয়নি।" তিনি লুটপাটকারীদের বিচার এবং তাদের সম্পত্তি ক্রোক করার দাবি জানান।
সংস্কার প্রয়োজন হলেও তা শুধুমাত্র কাঠামোগত পরিবর্তনে সীমাবদ্ধ থাকলে লাভ হবে না বলে মন্তব্য করেন পার্থ। তিনি বলেন, "যদি সৎ ও যোগ্য মানুষ রাজনীতিতে না আসে, তবে সংস্কারের প্রকৃত উদ্দেশ্য সফল হবে না। তরুণদের এগিয়ে আসতে হবে এবং নিজেদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।