Dhaka, বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪

সাবেক দুই প্রধান বিচারপতির শাস্তির দাবি অ্যাটর্নি জেনারেলের

সিয়াম ইসলাম

প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২৪, ১২:৫৪ এএম
Bangla Today News

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক ও সৈয়দ মাহমুদ হোসেন বিচার বিভাগকে ধ্বংস করে গিয়েছেন, যার ফলে জুলাই আন্দোলনে এতো মানুষ মারা গিয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি সাবেক এই দুই প্রধান বিচারপতির শাস্তি হওয়া দরকার বলে মন্তব্য করেন। পঞ্চদশ সংশোধনীর রায়ের ফলে এখন থেকে তত্ত্বাবধায়ক সরকার বৈধতা পেলো বলেও জানান তিনি।

এদিন পঞ্চদশ সংশোধনী বাতিল করে দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচন আয়োজনের বিধান বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। এতে করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানো হলো।

বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকার বাতিলসহ বেশকিছু বিষয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না, এই মর্মে জারি করা রুলে এ রায় ঘোষণা করেন। রায়ের মূল অংশ পাঠ করেন জ্যেষ্ঠ বিচারপতি ফারাহ মাহবুব। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, সংবিধান হলো আমাদের সর্বোচ্চ আইন, ৭ অনুচ্ছেদ হলো এর ধ্রুবতারা।

 

 

Leave a comment