Dhaka, শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪

রাতে স্বামীর সঙ্গে বের হয়ে ভোরে পাওয়া গেল স্ত্রীর রক্তাক্ত দেহ

সিয়াম ইসলাম

প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০২৪, ১২:১৫ এএম
Bangla Today News

স্বামীর ছুরিকাঘাতে সুবর্ণা আক্তার মিম (২২) নামে এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে বাড্ডার আফতাবনগরে এ ঘটনা ঘটে।

নিহত সুবর্ণা শরীয়তপুর জেলার নওডোবা থানার হাজী অসিম উদ্দিন মাতবরকান্দি গ্রামের সোহরাব খানের মেয়ে। আফতাবনগর তিন নম্বর রোডের একটি বাসায় ভাড়া থাকতেন তিনি।

নিহতের বোন তাহমিনা আক্তার জানান, দুই বছর আগে মিমের সঙ্গে বিয়ে হয় ব্যবসায়ী শেখ সোহেলের। তাদের দুজনেরই এটি ছিল দ্বিতীয় বিয়ে। তাদের সংসারে সাত মাসের একটি পুত্রসন্তান রয়েছে। 

তাহমিনা আরো জানান, সোহেল প্রথম স্ত্রীকে নিয়ে মোহাম্মদপুর এলাকায় থাকেন। মিমের সঙ্গে পরিচয় হওয়ার পর সে জানায়, তার আগের স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে। পরে মিমের সঙ্গে বিয়ে হয় তার। তবে বিয়ের পর জানা যায়, আগের স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়নি। বিয়ের পরেও মিম আফতাবনগরে আমাদের কাছেই থাকত। তার স্বামী সোহেল আমাদের বাসায় যাতায়াত করত। প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে মিমকে নিয়ে যাবে বলে জানিয়েছিল সোহেল। এসব বিষয় নিয়ে মাঝেমধ্যে তাদের ঝগড়া-বিবাদ হতো। এসব কারণে গত রাতে (১৮ ডিসেম্বর) সোহেল বনানীর একটি ক্লাবে যাওয়ার কথা বলে মিমকে নিয়ে বের হয়। ভোরে মোবাইলের মাধ্যমে জানতে পারি, মিম আফতাবনগর নাগরিক হাসপাতালে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে সেখানে গিয়ে মিমকে রক্তাক্ত অবস্থায় পেয়ে দ্রুত ঢাকা মেডিক্যালে নিয়ে যাই।

তিনি বলেন, মিমের স্বামীই তাকে ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে পালিয়ে গেছে।

বাড্ডা আফতাবনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. মাজহারুল ইসলাম জানান, বুধবার দিবাগত রাতে আফতাবনগর বি ব্লক থেকে মিমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় নাগরিক হাসপাতালে নিয়ে যায় সিকিউরিটি গার্ডরা। খবর পেয়ে স্বজনরা সেখান থেকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Leave a comment