Dhaka, শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

সিলেটে বৈদ্যুতিক খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, ছাত্রদলের ৩ নেতা নিহত

সিয়াম ইসলাম

প্রকাশিত: ২১ ডিসেম্বর, ২০২৪, ০১:১৭ এএম
Bangla Today News

সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ছাত্রদলের ৩ নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাঘেরসড়ক এলাকায় সিলেট-তামাবিল সড়কে এ দুর্ঘটনা ঘটেছে। তামাবিল হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হাবিবুর রহমান বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। 

নিহতদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, সুনামগঞ্জের ছাতক পৌর এলাকার কয়েকজন ছাত্রদল নেতাকর্মী প্রাইভেটকারে জাফলং যাচ্ছিলেন। পথে বাঘেরসড়ক এলাকায় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিনজন নিহত হন। চালকসহ তিনজন গুরুতর আহত হন।

জৈন্তাপুর মডেল থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান কালবেলাকে বলেন, আমরা লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মরদেহ পাঠিয়েছি। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে।

Leave a comment