ঢাকা-বরিশাল নৌ রুটের মেঘনা নদীর চাঁদপুরের হাইমচরে মধ্যরাতে দুই যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েক জন যাত্রী আহত হয়েছেন।
শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ঘন কুয়াশার কারণে বরিশালগামী প্রিন্স আওলাদ ১০ ও ঢাকাগামী লঞ্চ কীর্তনখোলা ১০ লঞ্চের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটছে প্রিন্স আওলাদ লঞ্চটির সামনের অংশ ভেঙে যায়। পরে যাত্রীদের রক্ষায় লঞ্চটি চড়ে উঠিয়ে দেওয়া হয়।
রাজাপুরে জমির বিরোধে ফজরের নামাজের পরে প্রতিপক্ষের তান্ডব
বাংলাদেশে কী প্রভাব রাখতে পারেন ট্রাম্প
What Shakib's 'Priyatma' Said Before The Release Of 'Rajkumar'
এতে দুই লঞ্চের যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সারারাত লঞ্চটি এভাবেই আটকে থাকে। সকাল ৯ টায় ঢাকা থেকে শুভরাজ লঞ্চ এসে প্রিন্স আওলাদ লঞ্চের প্রায় দুই হাজার যাত্রীকে উদ্ধার করে।
এমপি প্রিন্স আওলাদ ১০ এর সুপারভাইজার মোহাম্মদ হৃদয় বলেন, কীর্তনখোলা ১০ লঞ্চের রাডার জিপিআরএস কিছুই নেই।
যার কারণে লঞ্চটিকে সংকেত দেওয়ার পরেও তারা না মেনে উল্টো দিকে চলে আসায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। তবে লঞ্চের কেউ হতাহত হয়নি। সকালে আমাদের কোম্পানির অন্য একটি লঞ্চ যাত্রীদের উদ্ধার করে বরিশালে নিয়ে যাচ্ছে।
লঞ্চের যাত্রী জামাল হোসেন জানান, মেঘনা নদীর হাইমচর নামক স্থানে পৌঁছালে হঠাৎ সংঘর্ষে লঞ্চটি কেঁপে ওঠে। দুই লঞ্চের সংঘর্ষ হয়। এতে প্রিন্স আওলাদ লঞ্চের সামনের অংশ ভেঙে যায়।