Dhaka, মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪

কুমিল্লা ব্রাক্ষনপাড়ায় ট্রাক্টর চাপায় কলেজ ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ ডিসেম্বর, ২০২৪, ০১:০০ এএম
Bangla Today News

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা ইউনিয়নের চান্দলা তাল্লুকপাড়া মসজিদে সামনে ট্রাক্টরের চাপায় সজীব সরকার নামে এক কলেজ ছাত্র মৃত্যু হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) বিকালে উপজেলার চান্দলা ইউপির তাল্লুকপাড়া মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মো: সজীব সরকার (২০) চান্দলা পদুয়া এলাকার আবুল কাশেম এর ছেলে। নিহত সজীব চান্দলা করিম বক্স উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা ও পারিবারিক সূত্রে জানা যায়, কুমিল্লার চান্দলা থেকে ব্রাহ্মণপাড়াগামী একটি অবৈধ বেপরোয়া টাক্ট্রর তাল্লুকপাড়া মসজিদে সামনে কলেজ ছাত্র সজীব কে চাপা দেয় এতে ঘটনাস্থলে সজীব মারা যায়। এসময় ট্রাক্টরের চাপায় ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা চারীপাড়া গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে অটোরিকশা চালক রমজান আহত হয়। স্থানীয়রা আহত রমজানকে  ঘটনাস্থল থেকে উদ্ধার করে ব্রাহ্মনপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। 
তার মৃত্যুর খবর শুনে এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং উৎসুক জনতা ঘাতক ডাইভার ও টাক্ট্ররটিকে আটক করে ও পুলিশকে খবর পাঠায়। 

ঘটনার সত‍্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন জানান, খবর পেয়ে আমি সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। এঘটনা এখন পযর্ন্ত কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a comment