Dhaka, বুধবার, মার্চ ১২, ২০২৫

মানিকগঞ্জ শিবালয়ে বেসরকারি সংগঠন দরদী ফাউন্ডেশনের মেধা বৃত্তি পরীক্ষা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ ডিসেম্বর, ২০২৪, ১২:০৩ পিএম
মানিকগঞ্জ শিবালয়ে বেসরকারি সংগঠন দরদী ফাউন্ডেশনের মেধা বৃত্তি পরীক্ষা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত।

 

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ শিবালয় উপজেলা উথলী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ২১ ডিসেম্বর শনিবারে অনুষ্ঠিত হলো বেসরকারি সংগঠন দরদী ফাউন্ডেশনের মেধা বৃত্তি পরীক্ষা। জেলার কয়েকটি উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের ২০০ জন শিক্ষার্থীদের নিয়ে ৩ ক্যাটাগরিতে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।পরীক্ষা উদ্বোধন করেন শিবালয় উপজেলা নিবার্হী অফিসার( ইউএনও) মোঃ বেলাল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-০১ আসন ( ঘিওর দৌলতপুর ও শিবালয়) বিএনপির ধানের শীষ প্রতীক মনোনয়ন প্রত্যাশী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির কার্যকরী সদস্য, দৌলতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক তোজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উথলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম,আমডালা সরকারি প্রাথমিক বিদ্যালয় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুস খান, কাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল রহিম, শিবালয় থানা স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ আওয়াল, মানিকগঞ্জ সদর হাসপাতালের নার্সিং কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান শাহীন, সহকারী শিক্ষক মোঃ মনোয়ার হোসেন,উথলী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রতন কুমার দাস। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন দরদী ফাউন্ডেশনের সভাপতি মোঃ মনিরুজ্জামান,সাধারণ সম্পাদক রাজিব আহসান সহ ফাউন্ডেশনের সকল সদস্যগণ। পরীক্ষা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ রফিকুল ইসলাম প্রধান শিক্ষক উথলী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।  অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি তিনি তার বক্তব্যে দরদী ফাউন্ডেশনের উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে ফাউন্ডেশনের সব ধরনের কাজে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বক্তব্য শেষে তিনি বৃত্তি প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন দরদী ফাউন্ডেশনের সদস্য মোঃ আবির ইলিয়াস।

Leave a comment