মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধ.
আমরা সংবাদের মাধ্যমে ইসলাম ফোবিয়া মোকাবিলা করব : মাহমুদুর রহমান
খেজুরের রস পান করে ফেরার পথে লাশ হলেন তিন বন্ধু
শেখ হাসিনার গ্রেপ্তারে কি ইন্টারপোল রেড নোটিশ জারি করেছে?
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় আবাম ফাউন্ডেশন বাংলাদেশ কতৃক স্বাবলম্বী প্রজেক্ট-৯৬ এর আওতায় একটি দুস্থ পরিবারকে উন্নতমানের গাভী দেয়া হয়েছে।
শনিবার বিকেলে আবাম ফাউন্ডেশন বাংলাদেশ এর খাগড়াছড়ি শাখার প্রতিনিধি দল উপজেলার মেরুং ইউপির উত্তর রসিক নগর এলাকার মোছা. নুর বানুকে আবাম ফাউন্ডেশনের স্বাবলম্বী প্রজেক্ট-৯৬ এর আওতায় একটি গাভী পৌঁছে দেন।
নুর বানুর স্বামী মৃত মো. চাঁন মিয়া পেশায় মাহিন্দ্র চালক ছিলেন। চলতি বছরের গত ২৯ মার্চ সাজেকে সড়ক দূর্ঘটনায় মারা যান চাঁন মিয়া। এমতাবস্থায় ৩জন সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন চাঁন মিয়ার স্ত্রী নুর বানু। পরে আবাম ফাউন্ডেশন বাংলাদেশ এর খাগড়াছড়ি জেলা শাখায় সহযোগিতা চেয়ে আবেদন করলে সরেজমিনে যাচাই পূর্বক নুর বানুকে স্বাবলম্বী প্রজেক্টের আওতায় এনে এ সহায়তা প্রদান করা হয়।
আবাম ফাউন্ডেশন বাংলাদেশ এর খাগড়াছড়ি জেলা শাখার প্রতিনিধি হাফেজ মো. রবিউল মোস্তফা বলেন, মানব কল্যান সংস্থা আবাম ফাউন্ডেশন বাংলাদেশ এর সভাপতি মো. মুরাদ শামসুল আলম খানের একান্ত প্রচেষ্টায় দেশের বিভিন্ন অঞ্চলের ন্যায় খাগড়াছড়িতেও বিগত সময়ে আবাম ফাউন্ডেশন কতৃক বিভিন্ন প্রজেক্ট বাস্তবায়ন করা হয়েছে। তারই ন্যায় স্বাবলম্বী প্রজেক্ট-৯৬ এর আওতায় স্বামী হারা দরিদ্র নুর বানুকে এ সহায়তা প্রদান করা হয়।
সহায়তা প্রদানকালে আবাম ফাউন্ডেশন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সদস্য মো. আব্দুল কুদ্দুস, দীঘিনালা উপজেলা শাখার সদস্য মো. আরিফ হোসেন জ্যাক, মঞ্জুর আলম বাবু সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।