পটুয়াখালীর কুয়াকাটায় অটো ভ্যন ও মোটরসাইকেল এর ধাক্কায় আহত -৪ পটুয়াখালীর
পিলখানা হত্যাকাণ্ড: পুনঃতদন্তে স্বাধীন কমিশন গঠন
দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান গ্রেপ্তার
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু (৭৮) কে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্চিত ও এলাকা থেকে বের করে দেয়ার হুমকির ঘটনায় ভিডিও ফুটেজ দেখে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৩ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- পাতড্ডা এলাকার ইসমাইল হোসেন মজুমদার (৪৩), কুলিয়ারা গ্রামের মো. জামাল উদ্দিন মজুমদার (৫৮), ইলিয়াছ ভূঁইয়া (৫৮), নাঙ্গলকোট উপজেলার রায়কোট এলাকার আবুল কালাম আজাদ (৪৮) ও চাঁদপুর জেলার মইশাদী এলাকার ইমতিয়াজ আব্দুল্লাহ সাজ্জাদ (১৯)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আক্তারুজ্জামান জানান, ঘটনার সময় ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। পরে তথ্য প্রযুক্তির সহয়তায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় কোন মামলা না হওয়ায় মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের ৫৪ ধারায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।