মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে অবস্থিত ভিয়াট্রিসের কারখানায় তৈরি ১১টি ওষুধের আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। এ বিষয়ে সংস্থাটি সম্প্রতি একটি সতর্কতামূলক চিঠি প্রকাশ করেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
প্রতিবেদনে বলা হয়েছে, নিষেধাজ্ঞার ফলে সংশ্লিষ্ট ওষুধগুলোর সরবরাহে ঘাটতির আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে এফডিএ চারটি ওষুধ শর্তসাপেক্ষে আমদানির অনুমোদন দিয়েছে।
জাতীয় Read more from
অপরাধে জড়িয়ে শাস্তি পেলেন ৪১২ পুলিশ সদস্য
জাপানের সঙ্গে প্রথম মুক্ত বাণিজ্য চুক্তি করছে বাংলাদেশ
এস আলমের চিনি, স্টিল, ব্যাগ খাতের মোট ৮ কারখানা বন্ধ ঘোষণা
মার্কিন কর্মকর্তারা ইন্দোরের কারখানা পরিদর্শনকালে দেখতে পান, উৎপাদন প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের নিয়ম মেনে চলা হয়নি। তবে সুনির্দিষ্ট কোনো নিয়ম ভঙ্গ হয়েছে, তা উল্লেখ করেনি এফডিএ।
ভিয়াট্রিসের পক্ষ থেকে জানানো হয়েছে, সতর্কীকরণ চিঠি পাওয়ার পর তারা দ্রুত এর জবাব দিয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। নিয়ম লঙ্ঘন রোধে একটি তৃতীয়পক্ষ পরামর্শক সংস্থা নিয়োগ করা হয়েছে।