ব্যাট হাতে তাণ্ডব চালানো হারিয়ে যাওয়া এক নক্ষত্র তিনি। ব্যাটার লাল-সবুজের জার্সিতে খেলেছেন তিন ফরম্যাটেই। অল্প সময়ের মধ্যেই পেয়েছেন জনপ্রিয়তা। একটা সময় তাকে নিয়ে ছিল বড় আশা। অথচ সেই সাব্বির রহমানই হারিয়ে গেলন সময়ের সঙ্গে।
এক সময়ের হার্ড হিটার এই ব্যাটার গত বছর সুযোগ পাননি বিপিএলে। এবার অবশ্য ড্রাফট থেকে তাকে দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। কিন্তু দলটির হয়ে ভালো কিছু করার প্রত্যয় জানিয়েছেন অবহেলায় হারিয়ে যাওয়া সেই সাব্বির রহমান।
দেশে ফেরার পথে বিমানবন্দরে হার্ট অ্যাটাকে আমেরিকা প্রবাসী ডাক্তারের মৃত্যু
সচিবালয়ে কঠোর অবস্থান নিয়েছে সেনাবাহিনী
এস আলমের চিনি, স্টিল, ব্যাগ খাতের মোট ৮ কারখানা বন্ধ ঘোষণা
বুধবার (২৫ ডিসেম্বর) মিরপুরে তিনি কথা বলেছেন জাতীয় দলে ফেরার প্রসঙ্গেও।
সাব্বির রহমান বলেন, ‘তৈরি তো অবশ্যই হচ্ছি (জাতীয় দলের জন্য)। বয়স তো এখনও বাকি আছে আমার। চেষ্টা করছি কামব্যাক করার। এজন্যই মাঠে আসছি, অনুশীলয়ন করছি। বিপিএলে সুযোগ পেয়েছি, বাইরের দেশে খেলতে যাচ্ছি। আশা তো সবাই করে। আমার পরিবারও করে, আমিও করি। আশাটা কীভাবে পূরণ হবে, সেটা ভালো খেলার পরে। তো চেষ্টা করবো ভালো খেলে আবার কামব্যাক করার জন্য।’
জাতীয় দলের হয়ে ১১টি টেস্ট, ৬৬ ওয়ানডে ও ৪৮টি টি-টোয়েন্টি খেলেছেন সাব্বির রহমান। সবশেষ ২০২২ সালে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। নতুন করে ফেরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।