Dhaka, শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪

কুমিল্লা'য় বৈশাখী টিভির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ ডিসেম্বর, ২০২৪, ০১:০৬ এএম
Bangla Today News

 


এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লায় বৈশাখী টিভির ২০তম বর্ষে পদার্পন অনুষ্ঠান আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে কুমিল্লা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে কুমিল্লা প্রেসক্লাবে রাজনৈতিক নেতৃবৃন্দ, কুমিল্লা'য় কর্মরত বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও সকল পেশাজীবিদের উপস্থিতিতে কেক কেটে বৈশাখী টেলিভিশনের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয় ।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী আমীর-কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপি'র সদস্য সচিব ইউসূফ মোল্লা টিপু। স্বাগত বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী সহকারী সেক্রেটারী কামারুজ্জামান, সাবেক প্রেস ক্লাব সভাপতি আবুল হাসনাত বাবুল, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধূরী, সাংবাদিক ফিরোজ আলম,

বৈশাখী টিভির জেলা প্রতিনিধি আনোয়ার হোসাইন, এখন টিভি কুমিল্লা ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, আজকের কুমিল্লা সম্পাদক ইমতিয়াজ আহম্মেদ জিতু, দৈনিক সংগ্রাম কুমিল্লা প্রতিনিধি রেজাউল করিম রাসেল, মাই টিভির কুমিল্লা প্রতিনিধি আবু মুসা, সিটিভি নিউজ সম্পাদক ওমর ফারুকী তাপস, গাজী টিভি কুমিল্লা প্রতিনিধি সেলিম আহম্মেদ, সময়  টিভির কুমিল্লা প্রতিনিধি বাহার রায়হান, কুমিল্লা দক্ষিণ মাই টিভির প্রতিনিধি জসিম উদ্দিন, দেশ টিভির কুমিল্লা প্রতিনিধি সুমন কবির, সাংবাদিক এনকে রিপন,

দৈনিক আমার দেশ জেলা প্রতিনিধি মো. হাসান, আমার দেশ কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি আব্দুল্লাহ আল মানছুর, জাতীয় নাগরিক কমিটির অন্যতম সদস্য ফজলে এলাহী রুবেলসহ আরো অনেকে।
আলোচনাসভা শেষে কেক কাটেন আমন্ত্রিত অতিথিরা।

Leave a comment