মনিরুজ্জামান মনির শেরপুর জেলা প্রতিনিধি :
বালু সন্ত্রাসে রক্তাক্ত সাতকানিয়া
বাড়ির মালিক ও রাজমিস্ত্রির বউ বদল
যশোরে আজহারীর মাহফিল শেষে থানায় ৩ শতাধিক জিডি
শেরপুরে যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা চালকসহ ৬ জন নিহত হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে শেরপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ভাতশালা জোড়া পাম্প এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার কামারিয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে সিএনজি ড্রাইভার লোকমান হোসেন (৩৮), একই উপজেলার আলিনা পাড়া গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ মোখলেসুর রহমান (৭৮) ও তার স্ত্রী উমে কুলসুম(৭০), নকলা উপজেলার গণপদ্দী ইউনিয়নের কিংকরপুর গ্রামের মোহাম্মদ শাহজাহানের ছেলে মোঃ কামরুজ্জামান (২৩) ও মেয়ে মাইশা তাসনিম মিম(২১)। এ ঘটনায় ছয় জন নিহতের মধ্যে একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার বেলা সাড়ে এগারোটার দিকে নকলা থেকে ছেড়ে আসা শেরপুরগামী যাত্রীবাহী সিএনজি ও কুড়িগ্রামের রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস রিফাত পরিবহন শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভাতশালা জোড়া পাম্প এলাকায় পৌছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে এর চালকসহ ঘটনাস্থলেই ৫ জন মারা যান। এসময় স্থানীয়রা দ্রুত গুরুতর আহত অপরজনকে উদ্ধার করে স্থানীয় ঝিনম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে ৩ নারী ও এক শিক্ষার্থী রয়েছে।
শেরপুর সদর থানার ওসি জুবায়দুল আলম ৬ জন নিহতের বিষয় নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন এ ব্যাপারে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন।