Dhaka, শনিবার, জানুয়ারী ১১, ২০২৫

নতুন বছরের প্রথম দিন থেকে সাময়িকভাবে বন্ধ হচ্ছে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০২৪, ০৭:০৮ পিএম
Bangla Today News

বিশ্বসাহিত্য কেন্দ্র (বিএসকে) পরিচালিত ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রম নতুন বছরের শুরু থেকে সাময়িকভাবে বন্ধ হচ্ছে। প্রতিষ্ঠানটির পরিচালক শামীম আল মামুন জানান, প্রকল্প মেয়াদ শেষ হওয়ায় এবং নতুন মেয়াদ বৃদ্ধির প্রক্রিয়াধীন থাকায় এই সেবা কিছুদিন স্থগিত থাকবে।

বিশ্বসাহিত্য কেন্দ্রের এক বিবৃতি অনুযায়ী, ২৫ বছর ধরে পরিচালিত এই কার্যক্রমে ৭৬টি গাড়ি দেশের ৩ হাজার ২০০ এলাকায় বই বিতরণ করে আসছে। সেবাটির নিয়মিত ও অনিয়মিত পাঠক সংখ্যা প্রায় ৫ লাখ। শামীম আল মামুন বলেন, "গত ছয় বছর ধরে সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কার্যক্রমটিকে আর্থিক সহযোগিতা দিয়ে চলেছে। মন্ত্রণালয় এই সহযোগিতা দেয় প্রতি পর্বে দুই বছরের জন্য। আগামী ৩১ ডিসেম্বর প্রকল্পের তৃতীয় পর্ব শেষ হচ্ছে।"

পরিচালক আরও জানান, "বিগত সরকারের শেষ দিনগুলোতে আমরা জানতে পারি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষে এই প্রকল্পে আর অর্থায়ন করা হবে না। কিন্তু বর্তমান সরকারের সময় নতুন করে আভাস মেলে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আরও দুই বছরের জন্য প্রকল্পটিতে অর্থায়ন করতে আগ্রহী।" এদিকে দেশের বিভিন্ন স্থানে পাঠকরা ভ্রাম্যমাণ লাইব্রেরি চালু রাখার দাবিতে মানববন্ধন করেছেন।

Leave a comment