চট্টগ্রামে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে পিটিয়ে তোপের মুখে পড়েছেন প্রান্ত বড়ুয়া নামে এক সমন্বয়ক। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে অবরুদ্ধ করে রাখেন।
সোমবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের হাজারী গলিতে এ ঘটনা ঘটে।
দেশে ধূমপায়ীদের জন্য বড় দুঃসংবাদ
এবার ৩ দিনের আল্টিমেটাম দিলো শিক্ষার্থীরা, নইলে আবার আন্দোলন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
একাধিক শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, সমন্বয়ক পরিচয় দেওয়া প্রান্ত বড়ুয়া আইন বিভাগের শিক্ষার্থী। ফেসবুক পোস্টে কমেন্ট করাকে কেন্দ্র করে সে সিএসই বিভাগের তৃতীয় সেমিস্টারের এক ছাত্রকে মারধর করেন। বিষয়টি জানাজানির পর বিক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা।পরে শিক্ষকরা পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করেও ব্যর্থ হয়। এরপর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে।
দুপুর দুইটা ১০ মিনিটের সময় ঘটনাস্থলে থাকা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল করিম ঢাকা পোস্টকে বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে ঝামেলা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এখন শিক্ষকেরা বসে সমাধান করছেন।’
সিএসই বিভাগের এক শিক্ষার্থী বলেন, ৫ আগস্ট পরবর্তী ‘পিইউসি অল ডিপার্টমেন্ট’ নামে একটি গ্রুপ খোলা হয়। ওই গ্রুপে কমেন্ট করাকে কেন্দ্র করে তানভীর নামের এক শিক্ষার্থীকে মারধর করে সমন্বয়ক পরিচয় দেওয়া প্রান্ত বড়ুয়া। পরে শিক্ষার্থীরা তাকে অবরুদ্ধ করে রাখেন।
এ বিষয়ে জানতে প্রান্ত বড়ুয়ার মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও সংযোগ পাওয়া যায়নি।