দেশের কয়েকটি বিভাগে চলতি মাসে একাধিকবার শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে জানুয়ারিতে শীতের তীব্রতা বেশি থাকবে। তাপমাত্রা নেমে যেতে পারে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
আজ বুধবার (১ জানুয়ারি) আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, জানুয়ারিতে এক থেকে তিনটি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ এবং এক থেকে দুটি তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে। মঙ্গলবার থেকে তাপমাত্রা কমলেও বুধবার থেকে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা এবং সিলেট বিভাগে শীতের অনুভূতি বাড়বে। এরপর ধীরে ধীরে শীত দেশের পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়বে।
জাতীয় Read more from
ঢাকাসহ তিন বিভাগে বৃষ্টি হবে: আবহাওয়া অধিদপ্তর
গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত।
সাকিব আল হাসানের সম্পদ জব্দের নির্দেশ
আগামী কয়েকদিন কুয়াশার বিস্তার এবং হিমেল হাওয়ার প্রভাব আরও বাড়বে। পুরো জানুয়ারি জুড়েই শীতের অনুভূতি বেশি থাকবে বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, তাপমাত্রা ৬ ডিগ্রির নিচে নামলে তীব্র শৈত্যপ্রবাহ, ৬-৮ ডিগ্রি হলে মাঝারি এবং ৮-১০ ডিগ্রির মধ্যে থাকলে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়।