Dhaka, শুক্রবার, জানুয়ারী ১০, ২০২৫

লুণ্ঠিত হয়ে যাওয়া মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার প্রতিশ্রুতি সিইসির

সিয়াম ইসলাম

প্রকাশিত: ০৬ জানুয়ারী, ২০২৫, ১২:৪৯ এএম
Bangla Today News

লুণ্ঠিত হয়ে যাওয়া মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। আজ রোববার (৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে হালনাগাদ কাজের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন উপলক্ষে এক আয়োজনে এই কথা বলেন তিনি।

এসময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, সংস্কার কমিশন যে সুপারিশই দিক, নির্বাচনি বিধি-বিধান পরিবর্তন জরুরি। এসময় লুণ্ঠিত হয়ে যাওয়া মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার ব্যাপারে নিজের প্রতিশ্রুতির কথাও জানান সিইসি। নির্বাচন কমিশনাররা জানান, ভোটার তালিকা হালনাগাদে অনিয়ম, অবহেলা, অস্বচ্ছতা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

সাধারণত বছরের শুরুতেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।

এসময় তারা জানান, বিগত সময়ের কলুষিত নির্বাচন ব্যবস্থা থেকে দায়মুক্তি চায় বর্তমান কমিশন।

ভোটার তালিকা অন্তর্ভুক্তির কাজে যেকোনো ধরণের অনিয়ম বরদাশত না করার হুশিয়ারিও দেন কমিশনাররা। যদিও নির্বাচনী আইন ও বিধি পরিবর্তনে মনোযোগ দেয়া হচ্ছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।

এই অনুষ্ঠানে নির্বাচন সংশ্লিষ্টদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করার নির্দেশ দেন সিইসি।

Leave a comment