দেশে টানা কয়েকদিন শৈত্যপ্রবাহের পর গত শনিবার থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছিল। কিন্তু আবারও শৈত্যপ্রবাহের কবলে পড়তে পারে দেশ। সোমবার (৬ জানুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এমনই আশঙ্কার কথা জানিয়েছেন কানাডার সাস্কাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, সোমবার থেকে বুধবার (৬-৮ জানুয়ারি) পর্যন্ত কুয়াশা ও শৈত্যপ্রবাহ অবস্থার উন্নতি হতে পারে। তবে আগামী বৃহস্পতিবার থেকে রোববার (৯-১২ জানুয়ারি) পর্যন্ত আবারও কুয়াশা ও শৈত্যপ্রবাহের আশঙ্কা করা যাচ্ছে।
সেনানিবাসে ৫ আগস্ট কী হয়েছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন হান্নান মাসউদ
The United Nations is concerned about Bangladeshi workers detained in Malaysia
এবার শাহজাদপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণ, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি
এ সময় ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে দেখা যায়, একটি পশ্চিমা লঘুচাপের ঊর্ধ্বমুখী অংশ মধ্য ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোর ওপরে অবস্থান করছে যার প্রভাবে মধ্য থেকে ঊর্ধ্ব আকাশের মধ্য দিয়ে জলীয়বাষ্পযুক্ত গরম বাতাস প্রবাহিত হচ্ছে। এই পশ্চিমা লঘুচাপ বাংলাদেশের ওপর দিয়ে অতিক্রম করতে ২ থেকে ৩ দিন লেগে যেতে পারে।
পোস্টে তিনি বলেন, এ অবস্থায় সোমবার থেকে আগামী বুধবার পর্যন্ত বাংলাদেশের ওপরে কুয়াশা ও শৈত্যপ্রবাহের তীব্রতা কিছুটা কমে আসার সম্ভাবনা দেখা যেতে পারে। জ্বলীয়বাষ্পযুক্ত গরম বাতাস ভূপৃষ্ঠের কাছাকাছি স্থানের কাছে থাকার কারণে রংপুর, ময়মনিসংহ ও সিলেট বিভাগের মেঘালয় পর্বতের কাছাকাছি জেলাগুলোর উপরে গুঁড়ি বৃষ্টি হতে পারি।
মোস্তফা কামাল পলাশ আরও বলেন, তবে বুধবার (৮ জানুয়ারি) পর থেকে পশ্চিমা লঘুচাপটি নিম্নমুখী অংশ ভারতের হিমালয় পর্বতের কাশ্মীর এলাকা থেকে ঠান্ডা বাতাস বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত হবে।
যার ফলে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) থেকে আবারও দেশের ওপর দিয়ে ঠান্ডা বাতাস প্রবাহিত হতে পারে। এ অবস্থায় আগামী ৩ থেকে ৫ দিন বাংলাদেশের ওপর দিয়ে বিশেষ করে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোর ওপরে মৃদু শৈত্যপ্রবাহ অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।