ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তে ভারতের রোনঘাট বিএসএফের দখল থেকে প্রায় ৫ কিলোমিটার কোদলা নদীর অংশবিশেষ মুক্ত করেছে বিজিবি। সোমবার (৬ জানুয়ারি) দুপুরে মাটিলা সীমান্তের কোদলা নদীর পাড়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানায় মহেশপুর-৫৮ বিজিবি।
সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদান করেন, ৫৮-বিজিবি অধিনায়ক লে. কর্নেল আজিজুস শহীদ। এ সময় উপস্থিত ছিলেন ৫৮-বিজিবির নবাগত অধিনায়ক লে. কর্নেল রফিক, মাটিলা ক্যাম্প কমান্ডার মোক্তার হোসেন।
The cost of talking on mobile has increased from today
কুমিল্লায় আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন
Train Ticket Black Mkt: Nine including four employees of Shohoz held
সংবাদ সম্মেলনে লে. কর্নেল আজিজুস শহীদ বলেন, মাটিলা সীমান্তের কোল ঘেঁষে কোদলা নদী বহমান। নদীর ৪.৮ কিলোমিটার বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে অবস্থিত। এতদিন বাংলাদেশের নাগরিকদের নদীতে কোন রকম কাজ কর্ম যেমন, মাছ ধরা বা প্রয়োজনীয় কাজ করতে বাধা দিতো। সম্প্রতি বিষয়টি উভয়পক্ষের আলোচনার মাধ্যমে বিজিবি বাংলাদেশের দখলদারত্ব প্রতিষ্ঠা করেছে।
তিনি আরও বলেন, এখন থেকে বাংলাদেশের অধিবাসীরা নদীর সবকিছু ভোগদখল করতে পারবে। পরে বিজিবি পক্ষ থেকে সাংবাদিকদের নদীর পাড়ে নিয়ে যাওয়া হয়। সেখানে দেখা যায়, মাটিলা গ্রামের অনেকেই নদীতে মাছ ধরছেন এবং কেউ কেউ গোসলও করছেন।
স্থানীয় কৃষক আলমগীর বলেন, তারা এখন নিয়মিত নদীর ধারে কাজ করতে পারছেন ও মাছ ধরছেন। আগে বিএসএফ নদীতে নামতে বাধা দিতো।
মাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পলাশ রহমান বলেন, আগে তাদের এলাকার মানুষ নদীতে নামলে বা মাছ ধরলে বিএসএফ ভয়ভীতি দেখাতো। বিজিবি দখল নেয়ার পর থেকে তারা স্বাভাবিকভাবে নদীতে নামতে পারছেন।