জনপ্রিয় ইসলামি স্কলার মিজানুর রহমান আজহারী এবার সিলেট যাচ্ছেন। আগামী বৃহস্পতিবার আনজুমানে খেদমতে কুরআন আয়োজিত ৩৬তম তাফসিরুল কুরআন মাহফিলে বয়ান করবেন। এমসি কলেজ মাঠে তিনদিনব্যাপী এ মাহফিল চলবে ১১ জানুয়ারি (শনিবার) পর্যন্ত। প্রতিদিন বিকাল ৪টায় মাহফিল শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে। ১১ জানুয়ারি সকাল ১০টায় তাফসির মাহফিলের মাঠে নারীদের উদ্দেশ্যে বয়ান পেশ করবেন তিনি। এ মাহফিলে এবার পাঁচ লক্ষাধিক লোক সমাগমে তৎপর আয়োজকরা, চলছে ব্যাপক প্রচারণা।
The honor of freedom fighter family members will increase
বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র
‘জুলাই গণঅভ্যুত্থান’ শক্তির নতুন প্ল্যাটফর্মের ঘোষণা এপ্রিলে
এ ছাড়াও মাহফিলে তাফসির পেশ করবেন ইসলামি চিন্তাবিদ শায়েখ সাইয়্যেদ কামালুদ্দিন জাফরী, কামরুল ইসলাম সাঈদ আনসারী, মুফতি আমির হামজা, মাওলানা সাদিকুর রহমান আনসারী, মাওলানা আবদুল্লাহ আল আমিন, শায়েখ ইসহাক আল মাদানিসহ দেশবরেণ্য উলামায়ে কেরাম।
মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও আনজুমানে খেদমতে কুরআনের সহ-সভাপতি হাফিজ মাওলানা আবদুল হাই হারুন মাহফিল জানান, এ মাহফিলের মাধ্যমে দীর্ঘ এক যুগ পরে সিলেটের ইসলামপ্রিয় মানুষ মুক্ত পরিবেশে কুরআনের তাফসির মাহফিলে শরিক হতে পারবেন। আমাদের ধারণা মাহফিলে পাঁচ লাখেরও বেশি মানুষ উপস্থিত হবেন।
মাহফিল বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য মুহাম্মদ ফখরুল ইসলাম জানান, সিলেটের মানুষ এ মাহফিলের জন্য বছরের পর বছর অপেক্ষা করেছে। তিনি সিলেটবাসীকে মাহফিল সফল করতে এগিয়ে আসার আহ্বান জানান।
এরআগে আদ-দ্বীন ফাউন্ডেশন আয়োজিত তিন দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের শেষ দিন গতকাল শুক্রবার রাতে বক্তব্য দেন জনপ্রিয় ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারী। তার আসার খবরে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে সমগ্র মাহফিল এলাকা। মাহফিল প্রাঙ্গনে প্রায় ১৫ লাখ মানুষের সমাগম ঘটে। এদিন সন্ধ্যায় উক্ত মাহফিলে বক্তব্য দেন আস সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহও।
যশোরের আগে গত ২৭ ডিসেম্বর কক্সবাজারের পেকুয়ায় যান জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারী। তার আসার খবরে মানুষের ঢল নেমেছে। মরহুম মাওলানা শহিদ উল্লাহ স্মৃতি সংসদ ও সমাজ উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে এ মাহফিলে প্রধান বক্তা ছিলেন তিনি।
আজহারী আগামী ২৫ জানুয়ারি পটুয়াখালী যাচ্ছেন। জেলার কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে এক মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন তিনি। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান। পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন এ মাহফিলের আয়োজন করছে।