দীর্ঘ প্রতীক্ষার পর সব কিছুর অবসান ঘটিয়ে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে পৌঁছেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বাংলাদেশ সময় ২ টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিমানটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেছে।
বুধবার (০৮ জানুয়ারি) তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি কাতারের দোহা যায়। পরে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেছে। বিএনপি চেয়ারপারসনের সঙ্গে থাকা ডা. এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।
জাতীয় Read more from
নওগাঁয় স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা
৯৫ কিমি গতি নিয়ে ঘুরপাক খাচ্ছে ঘূর্ণিঝড় ‘মিল্টন’
৩৫ বছরে এমন ভয়াবহ বন্যা দেখেনি স্থানীয়রা, উদ্ধারকাজে সেনাবাহিনী, নিহত ৫
হিথ্রো বিমানবন্দরে আগে থেকেই অপেক্ষা করছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে ছিলেন ডা. জুবাইদা রহমান ও কন্যা জায়মা রহমান। লণ্ডনে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী সাবেক প্রধানমন্ত্রীবে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে জড়ো হন।
বিমানবন্দরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যের বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত হাইকমিশনার হযরত আলী খান।