প্রধান উপদেষ্টার বাসভবনে গেছেন বিডিআর থেকে চাকরিচ্যুত ও সাজাপ্রাপ্তদের পরিবারের ৮ সদস্য। রাজধানীতে গণজমায়েত থেকে তাদের ৮ জনকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে পাঠানো হয়।
এর আগে বুধবার সকাল থেকে পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারসহ ৩ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েত কর্মসূচি পালন করেছেন তৎকালীন বর্ডার গার্ড বাংলাদেশ (বিডিআরের) কারাবন্দী পরিবারের সদস্যরা।
শান্তকেই অধিনায়ক রাখার কথা ভাবছে বিসিবি
মায়ের স্পর্শ মায়ের গন্ধ পেলেন তারেক রহমান
আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা
সকাল থেকে তারা গণজমায়েত শুরু করেন। পরে তারা প্রধান উপদেষ্টার বাস ভবনের উদ্দেশে পদযাত্রা করলে তাদের জাতীয় জাদুঘরের সামনে থামিয়ে দেয় পুলিশ। এসময় সেখানেই বসে পড়েন তারা।
সকাল সাড়ে ১০টা থেকে শহীদ মিনারে জড়ো হতে থাকেন তারা। অংশগ্রহণকারীরা জানান, তাদের ৩ দফা দাবির রয়েছে। এগুলো হলো- বিনা অপরাধে গ্রেপ্তার হওয়াদের জেল থেকে মুক্তি, প্রকৃত অপরাধীদের শনাক্ত করে কঠোর শাস্তি এবং চাকরিচ্যুতদের পুনর্বহাল করা।