পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারসহ ৩ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েত কর্মসূচি পালন করেছেন তৎকালীন বর্ডার গার্ড বাংলাদেশ (বিডিআরের) কারাবন্দী পরিবারের সদস্যরা।
বুধবার সকাল থেকে তারা গণজমায়েত শুরু করেন। পরে তারা প্রধান উপদেষ্টার বাস ভবনের উদ্দেশে পদযাত্রা করলে তাদের জাতীয় জাদুঘরের সামনে থামিয়ে দেয় পুলিশ। এসময় সেখানেই বসে পড়েন তারা।
রাফির সেই অ্যাকাউন্টে মাত্র ২০ টাকা লেনদেন হয়েছে: সারজিস
মা-ছেলের আলিঙ্গন দেখে যা বললেন মিজানুর রহমান আজহারী
(SHAKIB AL HASAN) A PLAYER WITH SO MANY ACHIEVEMENTS FOR HIS COUNTRY, SINCE HE WANTS TO FINISH HIS TEST CAREER IN BANGLADESH, I HOPE HE GETS THAT FAREWELL.
এর আগে, সকাল সাড়ে ১০টা থেকে শহীদ মিনারে জড়ো হতে থাকেন তারা। অংশগ্রহণকারীরা জানান, তাদের ৩ দফা দাবির রয়েছে। এগুলো হলো- বিনা অপরাধে গ্রেপ্তার হওয়াদের জেল থেকে মুক্তি, প্রকৃত অপরাধীদের শনাক্ত করে কঠোর শাস্তি এবং চাকরিচ্যুতদের পুনর্বহাল করা।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে হয় নৃশংস হত্যাকাণ্ড। ওই ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জনকে হত্যা করা হয়। পরে হত্যা মামলায় ২০১৩ সালে ১৫২ জনকে ফাঁসি, ১৬০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদের সাজা দেন বিচারিক আদালত।