নওগাঁর পত্নীতলা উপজেলার বস্তাবর সীমান্তে বিজিবির বাধায় বন্ধ করে দেওয়া হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর কাঁটাতারের বেড়া। এ নিয়ে ঘটনাস্থলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল আছে।
বুধবার (৮ জানুয়ারি) বিকেলে নওগাঁ-১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কাঁটাতারের বেড়া দিতে আসলে তাদের কাজ বন্ধ করে দেয় নওগাঁ ১৪ বিজিবি।
মা-ছেলের আলিঙ্গন দেখে যা বললেন মিজানুর রহমান আজহারী
তীব্র ভূমিকম্পের ঝুঁকিতে দেশ, ঝুঁকিপূর্ণ যেসব জেলা
Bailey road fire incident inspired drama 'Ekti Khola Chithi' to air
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন জানান, নওগাঁর বস্তাবর এলাকায় প্রায় ৬'শ গজের মধ্যে দুই দেশের কোন বেড়া নেই। আজ সকালে হঠাৎ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর একটি দল ওই সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া দিতে আসে। আইন অনুযায়ী দুই দেশের সীমান্ত পিলার থেকে দেড়শ গজের মধ্যে ফসল চাষ ব্যতিত স্থায়ী কোন স্থাপনা কিংবা বেড়া দিতে পারবে না। এটি দুই দেশের জন্যই প্রযোজ্য হবে। কিন্তু বিএসএফ সদস্যরা আন্তর্জাতিক আইন ভেঙ্গে কাঁটাতারের বেড়া দিতে আসার খবর পেয়ে বিজিবি সদস্যরা তাদের বাধা দেয়। এসময় কাজ না করেই ফিরে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর সদস্যরা।
তিনি আরও জানান, এ বিষয়ে দুই দেশের কম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক আহবান করা হয়েছে। সেখানে ফলপ্রসূ না হলে উচ্চ পর্যায়ে বৈঠক করা হবে। সীমান্তের এমন পরিস্থিতিতে বিজিবি সবসময় সতর্ক আছে বলেও জানান তিনি।