Dhaka, শুক্রবার, জানুয়ারী ১০, ২০২৫

‘ধর্মের নামে যারা মানুষকে বিভ্রান্ত করছেন, ১০ শতাংশ ভোট পেয়ে দেখান’

সিয়াম ইসলাম

প্রকাশিত: ১০ জানুয়ারী, ২০২৫, ০৩:১৫ এএম
Bangla Today News

যারা ইসলাম ও ধর্মের নামে সত্তর ও একাত্তরে মানুষকে বিভ্রান্ত করেছেন, যারা এখনও মানুষকে বিভ্রান্ত করে চলেছেন তারা নির্বাচনে ১০ শতাংশ ভোট পেলে আমার সাথে দেখা করবেন বলে জানালেন বিএনপি নেতা ফজলুর রহমান।

বৃহস্পতিবার এক সভায় বিএনপির এই নেতা বলেন, বড় বড় কথা বলেন আপনারা। ২০টি একা আসন পেয়ে দেখান আপনারা। তিনবার একা ইলেকশন করে একবার একটা একবার মাত্র তিনটা আসন পাইছেন। বিএনপির নামে দুর্নাম করেন। বিএনপি লুটপাট করে বেড়ান। বিএনপির কর্মীরা খারাপ বলে মানুষকে বিভ্রান্ত করছেন।

তিনি বলেন, আমি অস্বীকার করছি না। বিএনপি কর্মীরা ১৫ বছর না খেয়ে ছিলো, অনেক অত্যাচার অবিচার সহ্য করেছে। মা মারা গেছে, বাবা মারা গেছে। জানাজা পড়তে পারেনি। ডান্ডাবেড়ি পরে জানাজায় অংশ নিয়েছে। সেই বিএনপির একটা কর্মীর যখন পেটে ভাত থাকে না, তারা যখন ১০ টাকা রোজগার করতে গিয়ে দুর্নাম হয়, অথচ যারা ব্যাংক ডাকাতি করে তাদের দুর্নাম হবে না?

তিনি আরও বলেন, যারা বলেন বিএনপি খুব অত্যাচার করছে, কই ওবায়দুল কাদের ও শেখ হাসিনারা বলেছি তাদের পতন হলে বিএনপি একদিনে পাঁচ লাখ লোক মারা যাবে। কয়জন মারা গিয়েছে বলেন? এরপরেও যারা বিএনপির সমালোচনা বলেতে চাই। চক্রান্ত করে ক্ষমতায় থাকতে পারবেন না।

Leave a comment