Dhaka, শনিবার, জানুয়ারী ১১, ২০২৫

শেরপুরে প্রায় আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ জানুয়ারী, ২০২৫, ১০:২৪ এএম
Bangla Today News

শেরপুরের নালিতাবাড়ি উপজেলার ভারতঘেঁষা পাহাড়ি গ্রাম পানিহাতা তালতলার মাঠ এলাকা থেকে চোরাই পথে ভারত থেকে আনা শাড়ি, লেহেঙ্গা, সানগ্লাস ও ফেন্স গাউনসহ মোট প্রায় আড়াই কোটি টাকা মূল্যের অবৈধ পণ্য জব্দ করেছে বিজিবি।

শুক্রবার (১০ জানুয়ারি) ভোররাত পৌণে দুইটার দিকে এসব পণ্য ভারত থেকে চোরাই পথে আমদানির সময় জব্দ করে বিজিবির টহল দল। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারি সিন্ডিকেট।

 

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত পৌণে দুইটার দিকে পানিহাটা তালতলার মাঠ এলাকায় অভিযান চালায় রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের টহল দল। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ভারতীয় মালামাল ফেলে পালিয়ে যায়। পরে কার্টন ভর্তি ভারতীয় সানগ্লাস ২০ হাজার ৮৪৪ পিস, ভারতীয় শাড়ি ৪১টি, ভারতীয় বড় লেহেঙ্গা ১০টি, ছোট লেহেঙ্গা ৪টি, ভারতীয় ফেন্সি গাউন ১টি, ফেন্সি লেহেঙ্গা ১টি জব্দ করে ক্যাম্পে আনা হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় দুই কোটি ৩২ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি ময়মনসিংহের সিও লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সানবির হাসান মজুমদার জানান, চোরাচালান বন্ধে বিজিবির অভিযান চলমান থাকবে। সীমান্তে সবধরণের অপরাধ দমনে বিজিবি কাজ করছে।

Leave a comment