মার্কিন সংগীতশিল্পী আরিয়ানা গ্রান্ডের ‘পপুলার’ গান শোনা গেল দেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণের কণ্ঠে। বুধবার দিবাগত রাতে ১ মিনিট ২১ সেকেন্ডের একটি ভিডিওক্লিপ প্রকাশ করেন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে।
যেখানে ‘পপুলার’ গানটির কভার করতে দেখা যায় তাকে। সাধারণত বাংলায় গাইতে শোনা গেলেও এই প্রথম প্রকাশ্যে ইংরেজিতে গান গাইতে দেখা গেল অভিনেত্রীকে। তাসনিয়ার কণ্ঠে ইংরেজি গান ভক্তরাও বেশ পছন্দ করেছেন। অনেকেই তাকে প্রশংসায় ভাসিয়েছেন। একইসঙ্গে তার মেধা ও কণ্ঠের জন্য বাহবা দিয়েছেন।
সরকার পতনের আন্দোলনের মাস্টারমাইন্ড তারেক রহমান, বলছে বিএনপি
১৫০ কোটি টাকা পাচ্ছেন জুলাই গণঅভ্যুত্থানে আহতরা
যেকোনো উপায়ে সাধারণ মানুষের ভোট প্রদানের অধিকার থাকতে হবে
কেউ কেউ বলেছেন, অভিনয়-গান দুটোই সমানতালে চালিয়ে নিতে পারেন তাসনিয়া ফারিণ। কারো মতে, অভিনয়ের পাশাপাশি চাইলে গানও মুক্তি দিতে পারেন অভিনেত্রী। এর আগে তাহসানের সঙ্গেও ডুয়েট করতে দেখা গেছে তাসনিয়া ফারিণকে। ইত্যাদির মতো জনপ্রিয় অনুষ্ঠানে একসঙ্গে গান গাইতে দেখা গেছে দু’জনকে।
অভিনয়ের পাশাপাশি নাচেও দক্ষতা রয়েছে ফারিণের। তবে গত বছর ফারিণ আরও যে বিষয়টি নিয়ে আলোচনায় ছিলেন, সেটি হচ্ছে তার গান! নিজের কণ্ঠে দর্শক মাতিয়েছেন একাধিকবার।
সেই ধারা নাকি নতুন বছরেও অব্যাহত রাখতে চান ফারিণ। চলতি বছরে কিছু গান নিয়েও হাজির হতে দেখা যেতে পারে তাকে।
ক্যারিয়ারের সেরা সময়েই নতুন বছর শুরু করছেন ফারিণ। বেশকিছু কাজ নিয়ে রয়েছে তার ব্যস্ততা। তার মধ্যে রয়েছে নতুন একটি সিনেমা ও নতুন একটি গান।