মো:জাহিদুল ইসলাম প্রতিনিধি, গাইবান্ধা
কামারজানি-গিদারীর অবৈধ বালুমহালের কারণে পরিবেশ বিপর্যয়ের শঙ্কা থেকে বেশ কিছুদিন ধরেই কামারজানিতে প্রতিবাদ, মিছিল, মিটিং চলছে।
এই বালুমহাল কামারজানি-গিদারীর অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ।
মানুষকে পথে বসানোর সমস্ত বন্দবস্ত করে বালু সিন্ডিকেটের হোতারা ঐ এলাকার সাধারণ মানুষকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতি রাতেই ট্রাক্টর দিয়ে বালু উত্তোলন করে নিয়ে চলে যাচ্ছে।
সেখানকার নিরীহ মানুষের পাশে দাঁড়িয়ে গত পরশু অন্যতম ছাত্র আন্দোলনকারী রাফি এই সিন্ডিকেটের বালুর ট্রাক রাস্তায় আটকে দেয়। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হন , কিন্তু পুলিশ চলে যাবার পরই সেই সিন্ডিকেটের কয়েকটা পাণ্ডা রুদ্রমূর্তি ধারণ করে৷ তারা রফিকের বাড়ি এসে তাকে হুমকি-ধামকি দেয়, তাকে পেটাবে, তার বোনকে তুলে নিয়ে যাবে!
একেতো কত নিরীহ মানুষকে পথে বসাচ্ছে, আবার প্রতিবাদকারীদেরও হুমকি-ধামকি দিচ্ছে।
এই ঘটনার তীব্র নিন্দা জানায় ছাত্র আন্দোলনকারীরা সহ এলাকাবাসী , এবং এই অবৈধ সিন্ডিকেটের হাত থেকে ঐ এলাকার মানুষের নিস্তার চাই।
প্রয়োজনে রফিকের পাশে গিয়ে দাঁড়াবে। বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক, এদের বিরুদ্ধে কথা বলবে।