সাথে ধাক্কায় অজ্ঞাত যুবক প্রায় ৪ দিন থেকে হাসপাতালে।
মো:জাহিদুল ইসলাম, প্রতিনিধি গাইবান্ধা
নিজ এলাকা গ্রীন এন্ড ক্লিন রাখতে প্রশাসনের উদ্ব্যোগ
বিলাইছড়িতে জেলা প্রশাসক পরিদর্শন প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।
স্বামীর কল রিসিভ না করা কাল হলো স্ত্রীর জন্য!
গাইবান্ধার কামারপাড়া স্টেশন সংলগ্ন রেলওয়ে এলাকায় গত ১৪ জানুয়ারি মঙ্গলবার ১০ টা ৪৫ মিনিটে লালমনি হতে ঢাকাগামী বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়।
৩৯৬ কিঃ মিঃ /৬-৮ অদুরে পড়ে থাকে, অজ্ঞাত নামা অনুমান ২০বছরের এক যুবক। সংবাদ পেয়ে স্থানীয় লোকজনের সহায়তা তাকে বোনার পাড়া জিআরপি থানা পুলিশ উদ্ধার করে, গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অজ্ঞাত আহত ছেলেটির মাথায় ও কোমরে অসংখ্য সেলাই আছে,ড্রেসিং করে নতুন ওষুধ ও স্যালাইন দেয়া হয়েছে। আগের চেয়ে কিছুটা ভালো মনে হচ্ছে , তবে জ্ঞান ফিরিনি।
বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করেছেন বোনার পাড়া রেলওয়ে থানা, সৈয়দপুর রেলওয়ে জেলা। অফিসার ইনচার্জ খাইরুল ইসলাম তালুকদার। যুবকটি কেউ চিনতে পারলে যোগাযোগ করবেন