কী দুর্দান্ত ফর্মেই না ছিলেন খুশদিল শাহ। আর সেটাই কাল হলো রংপুর রাইডার্সের জন্য! এক বছরেরও বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা পাকিস্তানি এই অলরাউন্ডার দেশে ফিরে যাচ্ছেন। দেশটির গণমাধ্যম জানিয়েছিল, খুশদিলকে ডেকে নেওয়া হতে পারে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। যদিও তিনি পাকিস্তানের প্রাথমিক স্কোয়াডে ছিলেন না। তবে দলে থাকা ক্রিকেটারের চোট ও বিপিএলের ফর্ম সুযোগ করে দিতে পারে খুশদিলের সামনে।
খুশদিলের বিপিএল ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। ফ্র্যাঞ্চাইজিটি এক ফেসবুক পোস্টে খুশদিলকে শুভকামনা জানিয়ে লিখেছে, ‘ধন্যবাদ, রাইডার খুশদিল শাহ। ২৯৮ রান, ১৭ উইকেট– তোমার ম্যাজিক ছিল স্মরণীয়! পাকিস্তানের হয়ে এবার আলো ছড়াও!’
জাতির কাছে ক্ষমা চেয়ে জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর পদত্যাগ
বাংলাদেশ পরিস্থিতি নিয়ে যা বললেন মার্কিন গোয়েন্দাপ্রধান
কুমিল্লায় দুই দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন
এর আগে পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছিল, চলমান বিপিএলে অলরাউন্ড নৈপুণ্যের কারণে খুশদিল নতুন করে আলোচনায় এসেছেন। আইসিসির মেগা আসর শুরুর আগে নিজেকে প্রমাণের জন্য ত্রিদেশীয় সিরিজে ডাক পেতে পারেন খুশদিল। যেখানে পাকিস্তান দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের সঙ্গে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ খেলবে। এই সিরিজে ভালো করলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা যেতে পারে খুশদিলকে।