সিরিয়ার সাবেক স্বৈরাশাসক বাশার আল-আসাদকে হটিয়ে গত বছরের ডিসেম্বরে ক্ষমতা দখল করে ইসলামপন্থি দল হায়াত তাহরির আল-শাম। এরপরই গৃহযুদ্ধে বিপর্যস্ত দেশটির অর্থনীতিকে চাঙ্গা করার দিকে মনোযোগ দেয় তারা।
এরঅংশ হিসেবে নতুন শাসকরা বর্তমান যেসব সরকারি চাকরিজীবী আছে তাদের তিন ভাগের এক ভাগকে ছাঁটাই করার পরিকল্পনা করছে। এছাড়া সরকারি প্রতিষ্ঠানগুলো বেসরকারি খাতে ছেড়ে দেওয়ারও ইচ্ছা আছে তাদের।
নওগাঁয় যুব ও উদ্যোক্তা সমাবেশ
স্বামীর কল রিসিভ না করা কাল হলো স্ত্রীর জন্য!
সামরিক শাখার প্রধান দেইফের নিহত হওয়ার খবর নিশ্চিত করল হামাস
সরকারি অর্থ অপচয় ও দুর্নীতি বন্ধে এমন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে দাবি দেশটির নতুন সরকারের। ইতিমধ্যে অনেকেকে ছাঁটাই করা হয়েছে। যারা চাকরি হারিয়েছেন তাদের বিক্ষোভও করতে দেখা গেছে।
এই সরকারের পাঁচজন মন্ত্রী বার্তাসংস্থা রয়টার্সকে শুক্রবার (৩১ জানুয়ারি) বলেছেন, এমন সরকারি চাকরিজীবীদের ছাঁটাই করা হবে যারা সাবেক প্রেসিডেন্ট আসাদের আমলে খুব কম কাজ করত বা কোনো কাজ না করেই বেতন পেত।
সিরিয়ার ৪০ বছর বয়সী অর্থনীতিমন্ত্রী বাসিল আব্দেল হানান রয়টার্সকে বলেছেন, বর্তমানে তাদের রাষ্ট্রায়াত্ত্ব ১০৭টি কোম্পানি রয়েছে। যেগুলোর প্রায় সবই লোকসান গুণছে। এগুলোর বেশিরভাগই বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে। তবে কোন কোন কোম্পানি বিক্রি করা হবে সেগুলোর নাম প্রকাশ করেননি তিনি। সিরিয়ার মূল রাষ্ট্রায়ত্ত্ব কোম্পানিগুলোর মধ্যে তেল, সিমেন্ট এবং লোহার কারখানা রয়েছে।