মো:জাহিদুল ইসলাম প্রতিনিধি,গাইবান্ধা
স্বামীর কল রিসিভ না করা কাল হলো স্ত্রীর জন্য!
চট্রগ্রামের উত্তর নালাপাড়া বানী অর্চনা উদ্যােগের আন্তর্জাতিক বিশ্বতানের সাংস্কৃতিক অনুষ্ঠান
খুবিতে কয়রা ম্যানগ্রোভ'এর নেতৃত্বে আজিজুল ও ইমাম
গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়ন যুবলীগ সভাপতি মারুফ হাসানকে (৩৬) কে গ্রেফতার করেছে পুলিশ। ৩ ফেব্রুয়ারী সোমবার রাতে তাকে কামারজানি হতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মারুফ হাসান গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের গোঘাট কামারজানি গ্রামের দুলু মিয়ার ছেলে। সে কামারজানি ইউনিয়ন যুবলীগ সভাপতি।
এ বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ শাহিনুর ইসলাম জানান, সদর থানার মামলা নং ১০ তারিখ ১৮-৮-২৪ মুলে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে কোর্ট হাজতে প্রেরন করা হবে