Dhaka, মঙ্গলবার, মার্চ ১১, ২০২৫

শীঘ্রই আওয়ামী ফসলের বাম্পার ফলন হবে : রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০৯:০৫ এএম
Bangla Today News

 

 

আওয়ামী লীগ পালায়নি, আওয়ামী লীগ আছে; শীঘ্রই আওয়ামী ফসলের বাম্পার ফলন হবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।

 

শনিবার (০৮ ফেব্রুয়ারি) সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এমন মন্তব্য করেন তিনি।

 

ফেসবুক স্ট্যাটাসে রাশেদ খাঁন লেখেন, ‘আ.লীগ পালায়নি, আ.লীগ আছে। উপদেষ্টা পরিষদে, যমুনায়, সচিবালয়ে, পুলিশ-প্রশাসনে সর্বত্র বিরাজ করছে। ড. ইউনূস সরকারের তত্বাবধানে সরকারি সব সেক্টরে আ.লীগের চাষাবাদ শুরু হয়েছে। শীঘ্রই আওয়ামী ফসলের বাম্পার ফলন হবে।’

 

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘এরপর আগের মত ভয়ংকররুপে ফিরবে। এর কিছুটা নমুনা গাজীপুর থেকে পেয়েছেন। অতীতে তো ২১ বছর লাগছে। এবার তো মনে হচ্ছে ২-৩ বছরেই আ.লীগ ঘুরে দাঁড়াবে। উপদেষ্টারা ইতোমধ্যে সেই লক্ষ্যে কাজও করছে। ইতোমধ্যে ৫৭২ জন আওয়ামী দোসর জামিন পেয়েছে। জেলে যারা আছে, তারাও শীঘ্রই পাবে। কারণ উপদেষ্টা পরিষদের কারও সন্তান মরেনি। ১৪-১৫ বছরে কোনো লড়াইয়ে ২-১ জন ছাড়া কেউ ছিলো না।’

 

গণঅধিকার পরিষদের এই নেতা আরও লেখেন, ‘ফ্যাসিবাদের যাঁতাকলে তারা (উপদেষ্টারা) পিষ্ট হয়নি। রিমান্ডের নির্যাতনের যন্ত্রণা তাদের গায়ে বয়ে নিয়ে বেড়াতে হয়না। এই সুশীল উপদেষ্টাদের ছেলেমেয়েরা বিদেশে পড়াশোনা করে, যাদের ছেলেমেয়ে এখনো দেশে আছে, তাদেরও শীঘ্রই বিদেশে পাঠাবে। এরপর ফখরুদ্দিন মঈনুদ্দিনের মত আ.লীগের হাতে ক্ষমতা বুঝিয়ে দিয়ে সেইফ এক্সিট নিবে। আরে তাদের থেকে তোমরা কিসের রাষ্ট্র সংস্কারের প্রত্যাশা করো? তারা তো আওয়ামী পুনর্বাসনেই নিজেদের ব্যস্ত রেখেছে।




 

Leave a comment