Dhaka, বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫

‘ডেভিল হান্টে’ গাজীপুরেই ৮২ জন গ্রেপ্তার: জিএমপি কমিশনার

সিয়াম ইসলাম

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:২২ পিএম
Bangla Today News

অপারেশন ‘ডেভিল হান্টে’ শুধু গাজীপুর থেকেই রোববার দুপুর পর্যন্ত ৮২ জনকে গ্রেপ্তার করেছে মহানগর ও থানা-পুলিশ। যাদের ১৬ জন পতিত সরকারের মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে সশস্ত্র অবস্থায় সরাসরি হামলা করে ছাত্রদের ওপর। এমনটি জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার নাজমুল করিম খান।

তিনি বলেন, অপারেশন এখনও চলমান। স্থানীয়রা জানান, এতে কিছুটা স্বস্তি ফিরেছে তাদের মনে।

শুক্রবার রাতে গাজীপুরে পতিত ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার পর নড়েচড়ে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঘোষণা দেয় সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের।

শনিবার রাত থেকেই সাঁড়াশি অভিযান শুরু করে যৌথ বাহিনী। গুরুত্বপূর্ণ মোড়ে টহল জোরদাদের পাশাপাশি চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেলসহ সড়কে বিভিন্ন গাড়ি থামিয়ে তল্লাশি চালান যৌথ বাহিনীর সদস্যরা। 

ফ্যাসিস্ট মুক্ত করার এ অভিযানে রোববার দুপুর পর্যন্ত ৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান জিএমপি কমিশনার। হামলা ও গুলির ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে৷ 

গ্রেপ্তারদের মধ্যে ১৬ জন শুক্রবার শিক্ষার্থীদের ওপর হামলায় সরাসরি জড়িত বলে স্বীকারোক্তি দিয়েছেন বলেও জানান তিনি।

শিক্ষার্থীদের ওপর হামলায় আজও ক্ষোভে ফুঁসছে ছাত্র-জনতা। জড়িতদের দ্রুত বিচার দাবিতে আজও চন্দ্রায় ফ্লাইওভারের নিচে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

তারা বলছেন, দেশ ফ্যাসিস্টমুক্ত না করে থামবে না তাদের এ বিক্ষোভ।

Leave a comment