রাজধানীর বিভিন্ন এলাকায় সিএনজি চালকদের সড়ক অবরোধ-বিক্ষোভ
ঈদের আগে সোনার দাম বাড়ানোর ঘোষণা
আ.লীগ নিষিদ্ধ না হলে রাজপথ ছাড়ব না : হান্নান মাসউদ
মনিরুজ্জামান মনির শেরপুর জেলা প্রতিনিধি :বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে শেরপুরে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। ১০ ফেব্রুয়ারি সোমবার বিকেল ৩টায় শেরপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ ফজলুল কাদের লুটু ও এস.এম শহীদুল ইসলামের নেতৃত্বে শেরপুর সরকারি কলেজ গেইট মোড় থেকে ওই লিফলেট বিতরণ করা হয়।
পরে গণসংযোগটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের মাঝে ৩১ দফা রূপরেখার নির্দেশনা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। পরে ডিসি গেইট মোড়ে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ ফজলুল কাদের লুটু ও এস.এম শহীদুল ইসলাম ভি.পি।
এসময় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও শেরপুর সরকারি কলেজের সাবেক ভি.পি এস.এম শহীদুল ইসলাম বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই। এতে দলমত, জাতিধর্ম নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের অধিকারের কথা বলা হয়েছে। গণতন্ত্র ও মানুষের অধিকারের কথা বলা আছে। তারেক রহমান যেন ৩১ দফা বাস্তবায়ন করতে পারেন তার জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এসময় অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট মোখলেসুর রহমান জীবন, জেলা জাতীয়তাবাদী সমবায় দলের সভাপতি এ্যাডভোকেট আলমগীর কিবরিয়া কামরুল সহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।