প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংস্কার প্রস্তাব বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর বৈঠক বিকেলে শুরু হবে। আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হবে।
ফরিদপুরে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় নিহত ৫
মরুভূমিতে সৌদি প্রবাসীদের দেখতে গেলেন আসিফ নজরুল
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-১
জানা গেছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈঠকে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন। এ বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পাঁচ সদস্য উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
তারা হলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন এবং অ্যাডভোকেট মশিউল আলম।