বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর নাম পরিবর্তন করে 'বাংলাদেশ স্যাটেলাইট-১' (বিএস-১) করার উদ্যোগ নিয়েছে। পাশাপাশি, সজীব ওয়াজেদ জয়ের নামে থাকা কয়েকটি স্থাপনার নাম পরিবর্তনের পরিকল্পনাও গ্রহণ করেছে সরকারি প্রতিষ্ঠানটি।
এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠকের এক সিদ্ধান্তে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট তৎকালীন সরকারের সকল ব্যক্তির নামে রাষ্ট্রীয় সংস্থা, প্রতিষ্ঠান ও স্থাপনার নাম বাতিল করা হবে। এ সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
কুকুর কামড়ানোর ভয় দেখিয়ে ৭ বছরের শিশুকে ৩ বার ধর্ষণ
বিমান বাংলাদেশের রোম ফ্লাইটে বোমা হামলার হুমকি, বিমানবন্দরে নিরাপত্তা জোরদার
Chance of rain with gusty winds in seven parts of the country
বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড সূত্রে জানা গেছে, নাম পরিবর্তনের বিষয়ে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে চিঠি পাঠিয়েছে। পাশাপাশি, সজীব ওয়াজেদ উপগ্রহ ভূকেন্দ্র, গাজীপুর এবং সজীব ওয়াজেদ উপগ্রহ ভূকেন্দ্র, বেতবুনিয়ার নাম পরিবর্তন করে যথাক্রমে প্রতিষ্ঠাকালীন নাম প্রাইমারি উপগ্রহ ভূকেন্দ্র, গাজীপুর এবং সেকেন্ডারি উপগ্রহ ভূকেন্দ্র, বেতবুনিয়া করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের মুখপাত্র ওমর হায়দার বলেন, "উপদেষ্টা পরিষদের এক সিদ্ধান্তে নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে সেটা প্রজ্ঞাপন আকারে আসবে।" উল্লেখ্য, ২০১৮ সালের ১১ মে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করা হয়।