গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সাড়ে ৯ কেজি গাঁজাসহ এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আনিসুর রহমান লালমনিরহাট সদর উপজেলার চরখাটা গ্রামের আলিমুদ্দিনের ছেলে এবং গাইবান্ধার পলাশবাড়ী থানায় সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে কর্মরত।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ চারমাথা মোড়ের মহাসড়কে অভিযান চালানো হয়। এ সময় পলাশবাড়ী থেকে বগুড়াগামী একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে আনিসুর রহমানের কাছ থেকে সাড়ে ৯ কেজি গাঁজা জব্দ করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ইয়াবাসহ আটক
১১ দিন পর খুললো আগুনে ক্ষতিগ্রস্ত সচিবালয়ের ৭ নম্বর ভবন
Truck-private car-autorickshaw collision in Jhalkathi, 11 killed
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্রো গণমাধ্যমকে বলেন, আনিসুর রহমান সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে এ থানায় কর্মরত। তিনি গোবিন্দগঞ্জে গাঁজসহ পুলিশের হাতে আটক হয়েছেন। তার বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, গ্রেপ্তার পুলিশ সদস্যের বিরুদ্ধে মঙ্গলবার রাতে একটি মামলা দায়ের করা হয়েছে।