আব্দুল মান্নানঃ কলাপাড়া প্রতিনিধি
The price of gold again set a record, 1 lakh 19 thousand 638 taka
স্বামীর কল রিসিভ না করা কাল হলো স্ত্রীর জন্য!
‘ধর্ষণ’ নয় ‘নারী নির্যাতন’ ব্যবহারের অনুরোধ ডিএমপি কমিশনারে
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসসহ সরকারি দুই দিনের ছুটিকে কেন্দ্র করে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছে লক্ষাধিক পর্যটক।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল থেকে আসা এ সকল পর্যটকের পদচারণায় এখন মুখরিত হয়ে উঠেছে কুয়াকাটা সমুদ্র সৈকত। ঘুরতে আসা পর্যটকরা সৈকতের নোনা জলে গা ভাসিয়ে আনন্দ উল্লাসে মেতেছেন। অনেকে আবার প্রিয়জনকে সঙ্গে নিয়ে সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য।
অনেকে আবার ঘোড়াসহ বিভিন্ন বাহনে চরে ঘুরছেন সৈকতের এক প্রান্ত থেকে অপর প্রান্ত। আগত পর্যটকদের ভিড়ে বুকিং রয়েছে শতভাগ হোটেল হোটেল।
বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। মৌসুমের শেষ সময়ে পর্যটকের এমন ভিড়ে উচ্ছ্বসিত রয়েছে ব্যবসায়ীরা। পর্যটকদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশ, থানা পুলিশ ও নৌ-পুলিশের সদস্যরা তৎপর রয়েছে।
ঘুরতে আসা পর্যটক মোঃ কাসেম মিয়া বলেন এবার মাতৃভাষা দিবসের ছুটিতে ফ্যামিলি সহ সাগর কন্যা কুয়াকাটায় ঘুরতে এসেছি। খুব আনন্দের সাথে ফ্যামিলির সাথে সময় পার করছি।