কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসে ফেরার পথে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষার্থীবাহী ভাড়ায় চালিত একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্পাসের পাশের বিত্তিপাড়া এলাকায় রাস্তা থেকে ছিটকে পাশের ধানক্ষেতে পড়ে যায় বাসটি। এতে অন্তত ২৫ জন শিক্ষার্থী আহত হন।
আহতদের কুষ্টিয়া সদর হাসপাতাল, ইবি চিকিৎসাকেন্দ্র ও বাজার সংলগ্ন ডিসপেনসারিগুলোতে নিয়ে যাওয়া হয়। এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত বাসটির চালক ও হেলপার পলাতক রয়েছেন।
জাতীয় Read more from
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে নওগাঁয় ওরিয়েন্টেশন কর্মশালা
গণপরিষদ নয়, জাতীয় নির্বাচনই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা: ফারুক
মার্কিন নেত্রীর সঙ্গে জায়মা রহমানের বৈঠক
প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে সকাল ১০টায় ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি দ্রুত গতিতে চলছিল। এ সময় সামনে থাকা পরিবহনকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়ক থেকে ছিটকে রাস্তার নিচের ধানক্ষেতে পড়ে যায়। এতে অন্তত ২৫ জন শিক্ষার্থী আহত হন। এ সময় পথচারী ও স্থানীয়রা বাস থেকে শিক্ষার্থীদের উদ্ধার করেন। বাসটিতে মোট ৪০ জনের মতো শিক্ষার্থী ছিলেন।
এদিকে গাড়ির ফিটনেস ও লাইসেন্সের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসকের কার্যালয়ের উপ-রেজিস্ট্রার মনিরুজ্জামান বলেন, গাড়ির ফিটনেস ও ড্রাইভারের লাইসেন্স আছে কিনা সে বিষয়ে পরিবহন দপ্তরে কোনো ডকুমেন্টস নেই।