ভোজ্যতেলে আমদানি নির্ভরতা কমিয়ে আনতে সরিষার চাষ বাড়াতে কাজ করছে কৃষি বিভাগ। সরকারি প্রণোদনা প্রদানসহ সরিষার উৎপাদন বাড়াতে কৃষকদের বিভিন্ন পরামর্শ দিচ্ছেন কৃষি সংশ্লিষ্টরা। স্বল্পসময়ে স্বল্পখরচে লাভজনক হওয়ায় সরিষা চাষে আগ্রহ বাড়ছে বগুড়ার কৃষকদের। এ কারণে প্রতিবছর বাড়ছে চাষের জমি। পারিবারিক চাহিদা মিটিয়ে হাটেবাজারেও বিক্রি করছেন চাষিরা। উচ্চ ফলনশীল জাতের সরিষা চাষে কৃষক মাঠ দিবসসহ চাষিদের উদ্বুদ্ধ করতে মাঠে রয়েছে কৃষি বিভাগ। আগামীতে চাষাবাদ আরও বৃদ্ধি পাবে বলেও তাদের প্রত্যাশা।
সরোজমিনে বগুড়ার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, যেন চিত্রশিল্পি রং তুলি দিয়ে আল্পনা এঁকেছে হলুদের, সবুজ মাঠের দেশে হলুদের সমারোহ। বগুড়ায় মাঠের পর মাঠ এখন সবুজের ডাটায় হলুদ রঙ। জমিতে লাগানো সরিষার হলুদ ফুলের অপরূপ দৃশ্য মাঠে-প্রান্তরে শোভা পাচ্ছে। ইতিমধ্যেই জমি থেকে সরিষা উত্তোলন শুরু হয়েছে। অনেকেই মাড়াই করছেন। হাটেবাজারে বেচাকেনাও চলছে।
জাতীয় Read more from
মাগুরার সেই শিশুর বুকে বসানো হলো টিউব
নকলায় ৫ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগে প্রতিবেশী দাদা গ্রেফতার
মহান বিজয় দিবস আজ
ভোজ্যতেল হিসেবে সরিষার তেলের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। স্বল্প সময়ে স্বল্প পরিশ্রমে ভালো ফসল পেয়ে বগুড়ার চাষিরা সরিষা চাষে আগ্রহী হচ্ছে। জেলার বিভিন্ন এলাকায় সরিষা ক্ষেত থেকে সংগ্রহ শুরু হয়েছে। বাজারে সরিষার ভালো দাম থাকায় চাষিরা উৎসাহিত হয়ে সরিষা চাষ করছে। জমি পতিত না রেখে বিভিন্ন জাতের সরিষা চাষ করছে কৃষকরা। গত কয়েক বছরে জেলায় ১৮ হাজার হেক্টর জমি বেড়েছে সরিষা চাষে।
বগুড়ার গাবতলীর উনচুরকি এলাকার চাষী রবিউল ইসলাম জানান, সরিষা চাষে তেমন খরচ হয় না, খরচের দ্বিগুন লাভ হয় এ চাষে। নেপালতলী এলাকার আজিজুর রহমান জানান, সরিষায় তেমন পরিচর্যা লাগে না সার সেচও তেমন দিতে হয় না। স্বল্প খরচে লাভবান বলেই তারা চাষ করেন।