মনিরুজ্জামান মনির শেরপুর জেলা প্রতিনিধি :
বাঙ্গালহালিয়া বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিতদের শপথগ্রহণ ও পরিচিতি সভা।
এক ভোল মাছ বিক্রি ২ লাখ ৬০ হাজার টাকায়
তাহসানের শ্বশুর ক্রসফায়ারে নিহত সন্ত্রাসী ‘পানামা ফারুক’
দুইটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা ও চিমনি ধ্বংস করেছে শেরপুর জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর। ইট প্রস্তুত ও ভাটা (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী নিষিদ্ধ জায়গায় ভাটা দুইটি স্থাপন করায় এদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
রবিবার দুপুরে সদর উপজেলার মোবারকপুর এলাকার মেসার্স সাওদা ব্রিকসকে ২ লাখ ও মেসার্স আর এইচ অটো ব্রিকস ম্যানুফ্যাকচারার্স-২ কে ৩ লাখ টাকা মোট ৫ লাখ টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয়। এ সময় ওই দুই ইট ভাটার চিমনি গুড়িয়ে দেওয়া হয় এবং কাঁচা ইট বিনষ্ট করা হয়। ওইসময় অভিযানের নেতৃত্ব দেন শেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক মজনুন ইশতি। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস।
অভিযানকালে উপস্থিত ছিলেন, শেরপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: নুর কুতুবে আলম সিদ্দিক, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জামিল আহমেদসহ পুলিশ ও সেনা সদস্যরা।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক মজনুন ইশতি বলেন, ইটভাটা সমূহের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছ থেকে লাইসেন্স গ্রহণ না করায় ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় এবং পৌরসভার ভিতরে অবৈধ ইট ভাটা গড়ে তুলা সহ বর্ণিত আইনের কতিপয় ধারা লঙ্ঘন করায় মোবাইল কোর্ট পরিচালনা করে উক্ত দন্ড প্রদান ও চিমনি গুড়িয়ে দেওয়া হয়েছে এবং জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।